শেরপুরের নকলায় বিএসটিআই লাইসেন্স না থাকা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও সংরক্ষণের অভিযোগে ৩টি বেকারির সংশ্লিষ্ট ব্যক্তিদের ৭৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১২ নভেম্বর) দুপুরে নকলা পৌরসভার জালালপুর মহল্লায় রাতুল বেকারি, আল-মমিন বেকারি ও আল-কাইয়ুম বেকারিতে অভিযান পরিচালনা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নকলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম জানান, বিএসটিআই লাইসেন্স না থাকা এবং নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন ও সংরক্ষণের অপরাধে প্রতিটি বেকারিকে ২৫ হাজার টাকা করে মোট ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিরাপদ খাদ্য নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি।
অভিযানকালে বিএসটিআই-এর ফিল্ড অফিসার ও নকলা থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

