ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে পংকজ রায় (৩২) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার দুপুরে উপজেলার হাজীপুর ইউনিয়নের ভেবড়া আলিম মাদ্রাসার সামনে একটি মুদি দোকানের বরান্দা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পংকজ রায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার মৃত উত্তম কুমারের ছেলে। তাঁর বড় ভাই কৃষ্ণ চন্দ্র রায় জানিয়েছেন, পংকজ মানসিক ভারসাম্যহীন ছিলেন। মাঝে মধ্যে তিনি নিখোঁজ হয়ে যেতেন, তবে কয়েকদিন ধরে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পীরগঞ্জ থানার ওসি তাজুল ইসলাম জানান, পংকজ ভবঘুড়ে ছিলেন। মরদেহ উদ্ধার করে ঠাকুরগাঁও মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে থানায় প্রয়োজনীয় মামলা দায়ের করা হয়েছে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

