নওগাঁর পত্নীতলায় মোটরসাইকেলের সঙ্গে ট্রাকের সংঘর্ষে মোটরসাইকেল আরোহী যুবক জয় কুমার (২৫) ঘটনাস্থলেই নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরও দুই যুবক আহত হয়েছেন।
স্থানীয়রা জানিয়েছেন, মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে নজিপুর-সাপাহার আঞ্চলিক সড়কের বাকরইল নামক মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত জয় কুমার ছোট চাঁদপুর মহল্লার রঞ্জন দাসের ছেলে।
আহতদের মধ্যে তপু কুমার (২২) ও উৎস কুমার (২৩) রয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে প্রেরণ করা হয়েছে। রাত সাড়ে ৯টার দিকে তাদের অবস্থাকে আশঙ্কাজনক হিসেবে ধরা হয়েছে।
পত্নীতলা থানার ওসি শাহ্ মোঃ এনায়েতুর রহমান ঘটনাটি নিশ্চিত করেছেন।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

