শেরপুরের ঝিনাইগাতী বাজারের শতবর্ষী বড় মসজিদ পরিচালনা কমিটির বিরুদ্ধে আনা অনিয়ম, অস্বচ্ছতা ও ধর্মীয় শৃঙ্খলাভঙ্গের অভিযোগকে ‘সম্পূর্ণ বানোয়াট, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি করেছে নবগঠিত পরিচালনা কমিটি।
বুধবার (১২ নভেম্বর) সকালে উপজেলার সোনালী ব্যাংকের নিচতলায় আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগের প্রতিবাদ জানানো হয়। লিখিত বক্তব্য পাঠ করেন মসজিদ পরিচালনা কমিটির সহসভাপতি মো. ছামিউল ইসলাম সাদা।
তিনি বলেন, “মসজিদ পরিচালনা কমিটি গঠনের ক্ষেত্রে স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিদের উপস্থিতিতে ও তাঁদের মতামতের ভিত্তিতে চিরাচরিত নিয়ম অনুসরণ করে নতুন কমিটি গঠন করা হয়েছে। এটি কোনো ব্যক্তিগত প্রভাব বা স্বার্থের ফল নয়; বরং এটি স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে গঠিত একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য কমিটি।”

তিনি অভিযোগ করেন, কয়েকজন ব্যক্তি ব্যক্তিগত স্বার্থে ও অতীতের প্রভাব হারানোর আশঙ্কায় মিথ্যা তথ্য প্রচার করে সাধারণ মুসল্লিদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন।
মো. ছামিউল ইসলাম সাদা আরও বলেন, “মসজিদ মার্কেটের দোকান ভাড়ার সিকিউরিটি টাকার বিষয়ে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা। শতবর্ষী এই মসজিদ ও মার্কেটের পুনর্নির্মাণ এবং রক্ষণাবেক্ষণের জন্য ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে স্বচ্ছভাবে অর্থ লেনদেন করা হয়। সব হিসাব যথাযথভাবে সংরক্ষিত আছে।”
তিনি আরও উল্লেখ করেন, মসজিদের ৫৫২ নম্বর প্লটের সংলগ্ন সরকারি খাস জমি নিয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। “আসলে মসজিদ প্রতিষ্ঠার পর থেকেই ওই খাস জমির একটি অংশ মসজিদের প্রয়োজনে ব্যবহৃত হচ্ছে, যা ঐতিহ্যের অংশ,” বলেন তিনি।

সংবাদ সম্মেলনে ছামিউল ইসলাম দাবি করেন, “এই অপপ্রচারের নেপথ্যে রয়েছেন ঝিনাইগাতী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জহুরুল ইসলাম মিলন ও সহসভাপতি জাকির হোসেন। তাঁরা রাজনৈতিক উদ্দেশ্যে ও স্থানীয়ভাবে অশান্তি সৃষ্টি করতে এসব করছেন।”
তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, “শতবর্ষী এই মসজিদের নির্মাণ ও উন্নয়ন কাজ নানা বাধা অতিক্রম করে চলছে। কিন্তু কিছু ব্যক্তি পবিত্র এই কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন— যা কোনোভাবেই কাম্য নয়।”
শেষে তিনি বলেন, “আপনাদের কলমের মাধ্যমে প্রকৃত সত্য প্রকাশ পেলে ধর্মীয় ঐক্য রক্ষা পাবে, বিভ্রান্তি দূর হবে এবং শতবর্ষী এই পবিত্র মসজিদের নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন হবে ইনশাআল্লাহ।”
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম বাদশা, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল মান্নান, উপজেলা ওলামা দলের সাবেক সভাপতি জহুরুল ইসলাম, ক্ষুদ্র বণিক সমিতির সভাপতি মোখলেছুর রহমান খান, ইউপি সদস্য জাহিদুল হক মনির, মাদ্রাসার সেক্রেটারি আলহাজ ছমির আলী মল্লিকসহ মসজিদ কমিটির সদস্য, মুসল্লি ও স্থানীয় সাংবাদিকরা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

