সিরাজগঞ্জের উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলায় পৃথক দুটি স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সকালে এসব মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সকালে উল্লাপাড়া উপজেলার ঢাকা–পাবনা মহাসড়কের চৌকিদহ ব্রিজের নিচ থেকে এক অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বয়স আনুমানিক ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। তার পরিচয় এখনো শনাক্ত করা যায়নি।
অন্যদিকে, রায়গঞ্জ উপজেলার ফুলজোড় নদী থেকে আব্দুল লতিফ খতিব (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। তিনি সলঙ্গা থানার চর ফরিদপুর গ্রামের আমিনুল ইসলামের ছেলে।
পুলিশের ধারণা, দুইজনের মৃত্যুর ঘটনা পৃথক এবং বিষয়টি তদন্তাধীন। মরদেহ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
উভয় ঘটনার তদন্ত চলছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

