নারায়ণগঞ্জের রূপগঞ্জে সন্ত্রাসী কর্মকাণ্ড ও মাদক ব্যবসায় বাধা দেওয়ায় ইসমাইল (৩৫) নামের এক যুবদল নেতাকে গুলি ও কুপিয়ে গুরুতর জখম করেছে স্থানীয় সন্ত্রাসী রাসেল ফকির ও তার সহযোগীরা।
ঘটনাটি ঘটে গত শুক্রবার রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকায়। আহত ইসমাইল বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গোলাকান্দাইল এলাকার চিহ্নিত সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী রাসেল ফকির দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, সন্ত্রাসী তৎপরতা ও মাদক বাণিজ্য চালিয়ে আসছে। তার এসব কর্মকাণ্ডের প্রতিবাদ ও বাধা দেন যুবদল নেতা ইসমাইল। এতে ক্ষিপ্ত হয়ে রাসেল ফকির শুক্রবার রাতে ইসমাইলকে লক্ষ্য করে পরিকল্পিত হামলা চালায়।
ইসমাইল নিজের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে রাসেল ফকিরের নেতৃত্বে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর অতর্কিতে হামলা চালায়। তারা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে এবং বাম পায়ে গুলি করে। এতে তার মাথা, হাত ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আঘাত লাগে।
ইসমাইলের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী গুরুতর আহত অবস্থায় ইসমাইলকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
এলাকাবাসীর অভিযোগ, রাসেল ফকির ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে এলাকায় সন্ত্রাসী তৎপরতা, চাঁদাবাজি ও মাদক ব্যবসা চালালেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। ফলে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তারিকুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

