গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত নুরুন্নবী মিয়া (৩৫) নামের এক মুদি ব্যবসায়ী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহত নুরুন্নবী ফরিদপুর ইউনিয়নের মীরপুর বাজার মোড় এলাকার মুদি ব্যবসায়ী ও মৃত আলীম উদ্দিনের ছেলে। রোববার (২ নভেম্বর) সকালে তিনি রংপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চার দিন চিকিৎসাধীন থাকার পর মৃত্যু বরণ করেন।
স্থানীয়রা জানিয়েছেন, গত ২৮ অক্টোবর দিবাগত রাতে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন নুরুন্নবী। এরইমধ্যে পূর্বপরিকল্পিতভাবে পথিমধ্যে অন্ধকারে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুরের একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তার মৃত্যু হয়।
এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, “নুরুন্নবী মিয়ার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। তদন্ত সাপেক্ষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

