গোপালগঞ্জের মুকসুদপুরে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের এক নেতা পদত্যাগ করেছেন।রোববার (২ নভেম্বর) বিকেলে উপজেলার গোবিন্দপুর ইউনিয়নের ঢাকপাড় গ্রামের নিজ বাড়িতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
লিখিত বক্তব্যে ফিরোজ আহমেদ টুটুল খান বলেন, “আমি, ফিরোজ আহমেদ টুটুল খান, পিতা মৃত রাজ্জাক খান, গ্রাম ঢাকপাড়, ডাকঘর ফুলারপাড়, উপজেলা মুকসুদপুর, জেলাঃ গোপালগঞ্জ, এই মর্মে সাংবাদিকদের অবহিত করছি যে, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড আমার নীতি ও আদর্শের সঙ্গে মিল না থাকার কারণে আমি মুকসুদপুরের গোবিন্দপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সাংগঠনিক সম্পাদক পদ এবং দলীয় প্রাথমিক সদস্য পদসহ সকল পদ থেকে পদত্যাগ করছি।
আমি দৃঢ়ভাবে জানাচ্ছি, আজ থেকে আওয়ামী লীগের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। আমি অঙ্গীকার করছি যে, ভবিষ্যতে দেশ ও জাতির কল্যাণে নিজেকে নিয়োজিত রাখব।”
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

