নওগাঁর মান্দা উপজেলার কুসুম্বা, ভারশো, নুরুল্যাবাদ ও কালিকাপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠী তথা আদিবাসী ও খ্রিস্টান সম্প্রদায়ের প্রান্তিক ও হতদরিদ্র পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।
অরাজনৈতিক, অলাভজনক ও দাতব্য প্রতিষ্ঠান ‘সেবাই ধর্ম’-এর উদ্যোগে রোববার সকালে এসব কম্বল বিতরণ করা হয়।
এসময় উদ্যোক্তা রতন ফণী ছাড়াও স্থানীয় সমাজসেবক বাসুদেব বিশ্বাস অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। স্বেচ্ছাসেবক হিসেবে সহযোগিতা করেন বিল্টু ফণী, অনিক শিং, দীপা ও অংকিতা।
উদ্যোক্তা রতন ফণী বলেন, “শীতের শুরুতেই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই ক্ষুদ্র প্রয়াস আমাদের মানবিক দায়িত্ববোধ থেকেই এসেছে। সামর্থ্যবানরা এগিয়ে এলে আরও অনেক অসহায় মানুষের মুখে হাসি ফোটানো সম্ভব।”
তিনি আরও জানান, সবার সহযোগিতা পেলে শীতকালে আরও একটি অনুরূপ কর্মসূচি গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

