নাটোরের লালপুরে ২০২৫-২৬ অর্থবছরে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রবি মৌসুমে সরিষা, মসুর, খেসারি, গম, শীতকালীন পেঁয়াজ ও চিনাবাদাম উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (২ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জুলহাস হোসেন সৌরভ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মাদ মামুর রশিদ, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. মেহেদী জাহান ও সুব্রত কুমার সরকার।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ প্রীতম কুমার হোড় জানান, চলতি অর্থবছরে রবি প্রণোদনা কর্মসূচির আওতায় লালপুর উপজেলায় মোট ৭ হাজার ৫২০ জন কৃষককে বিনামূল্যে বীজ ও সার দেওয়া হবে।
এর মধ্যে—গম: ৫,৮০০ জন কৃষককে ২০ কেজি বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, সরিষা: ৭০০ জনকে ১ কেজি বীজ ও ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, মসুর: ৭০০ জনকে ৫ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, খেসারি: ৮০ জনকে ৮ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার, শীতকালীন পেঁয়াজ: ৪০ জনকে ১ কেজি বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার, চিনাবাদাম: ২০০ জনকে ১০ কেজি বীজ, ১০ কেজি ডিএপি ও ৫ কেজি এমওপি সার প্রদান করা হবে।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

