নওগাঁর পত্নীতলায় জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিরুদ্ধে মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ও রাজনৈতিকভাবে প্রভাবিত অপপ্রচার চালানো হচ্ছে—এমন অভিযোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ নভেম্বর) রাতে ১ নম্বর পত্নীতলা ইউনিয়নের কাটাবাড়ি গ্রামে ইউনিয়ন জামায়াত কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন পত্নীতলা উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী মো. আতাউর রহমান।
লিখিত বক্তব্যে তিনি বলেন, “পত্নীতলার কাটাবাড়ি গ্রামে প্রায় ৪০ বছরের জমি-জমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক পক্ষ মিথ্যা মামলা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করছে। তারা উদ্দেশ্যপ্রণোদিতভাবে জামায়াত-শিবিরের নাম জড়িয়ে অপপ্রচার চালাচ্ছে। এটি সম্পূর্ণ ভিত্তিহীন।”
তিনি আরও বলেন, “সম্প্রতি কিছু পক্ষ প্রশাসন ও স্থানীয় মহলে ভুল তথ্য দিয়ে জামায়াত ও শিবিরের নাম যুক্ত করার চেষ্টা করছে, যা বাস্তবতার সঙ্গে সাংঘর্ষিক। এটি নিছক একটি জমি-সংক্রান্ত বিরোধ, এর সঙ্গে জামায়াত-শিবিরের কোনো সম্পৃক্ততা নেই।”
আতাউর রহমান প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আমরা চাই, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করা হোক। যারা রাজনৈতিক উদ্দেশ্যে জামায়াত-শিবিরের নাম ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে, তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হোক।”
তিনি আরও বলেন, “জামায়াত-শিবির সম্পর্কে যেসব অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত বক্তব্য প্রচার করা হচ্ছে, তার প্রতিবাদ জানাই এবং প্রশাসনের কাছে ন্যায়সংগত তদন্তের দাবি করছি।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পত্নীতলা ইউনিয়ন জামায়াতের আমির হারুনুর রশিদ, জামায়াত নেতা আখতার ফারুকসহ স্থানীয় জামায়াত নেতৃবৃন্দ।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

