AB Bank
  • ঢাকা
  • রবিবার, ০২ নভেম্বর, ২০২৫, ১৭ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সরাইলে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত



সরাইলে তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে আলোচনা সভা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার নোয়াগাঁও ইউনিয়নের ৬নং ওয়ার্ড জাসাসের উদ্যোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ নভেম্বর) সন্ধ্যায় বুড্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা জাসাস আহ্বায়ক ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী আহসানুল করিম রিপন। সভা সঞ্চালনা করেন জাসাস সদস্য সচিব সৈয়দ মিনহাজুল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি আনিসুল ইসলাম ঠাকুর। প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা বিএনপির আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নুরুজ্জামান লস্কর তপু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম মানিক মাস্টার, সাংগঠনিক সম্পাদক দুলাল মাহমুদ আলী (ডি. এম. দুলাল), যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান পলাশ, যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন মাস্টার, নোয়াগাঁও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতহার হোসেন মৃধা বকুল, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক পাবেল, সহ-সভাপতি মহিউদ্দিন, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জাকারিয়া, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক সালাহউদ্দিন বিপ্লব, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন শাহরিয়ার, উপজেলা বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক জামাল হোসেন লস্কর, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মেহেদী হাসান, জাসাস সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম, ছাত্রদল নেতা নাজমুল হাসান নাজ, নোয়াগাঁও ইউনিয়ন কৃষক দলের আহ্বায়ক মুর্শেদ মৈশান ও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব শফিক মৈশান।

এছাড়া বক্তব্য রাখেন ওয়ার্ড জাসাস সভাপতি নূর আহমেদ, ওয়ার্ড বিএনপির সভাপতি আবদুর রাজ্জাক, শহীদ মিয়া, ইউনিয়ন যুবদল নেতা সুমন, সরাইল কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক বিজনসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

সভায় বক্তারা বলেন, বিএনপি দেশের দুর্যোগময় সময়ে বারবার জনগণের পাশে দাঁড়িয়েছে। দেশের একটি গোষ্ঠী ক্ষমতার লোভে মরিয়া হয়ে উঠেছে। বিএনপি জনগণের দল—আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশ গঠনের কাজে অংশ নেওয়ার আহ্বান জানান তারা।

বক্তারা আরও বলেন, বিএনপি ক্ষমতায় এলে তারেক রহমান ঘোষিত ৩১ দফা কর্মসূচির আলোকে দেশের মানুষের সার্বিক কল্যাণ নিশ্চিত করা হবে।

সভা শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয়।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!