“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই প্রতিপাদ্যকে ধারণ করে উৎসবমুখর পরিবেশে সুনামগঞ্জের মধ্যনগরে উদযাপিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস।
শনিবার (১ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা নির্বাহী অফিসারের অস্থায়ী কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে সারা বাজার প্রদক্ষিণ করে। র্যালি শেষে উপজেলা নির্বাহী অফিসারের অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শামছুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন মধ্যনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিবুর রহমান।
এসময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মিজানুর রহমান, বীর মুক্তিযোদ্ধা মো. ইউনুছ মিয়া, মধ্যনগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আতাউর রহমান বাশার, সমবায়ী নেতা বিদ্যা মিয়া ও গোপেশ সরকার।
বক্তারা বলেন, সমবায় একটি শক্তিশালী সংগঠনমূলক পদ্ধতি, যা সমাজের অর্থনৈতিক উন্নয়ন, দারিদ্র্য বিমোচন ও স্বনির্ভরতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তারা সমবায় আন্দোলনকে আরও গতিশীল করার আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে শ্রেষ্ঠ সমিতি হিসেবে মঙ্গলদ্বীপ কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড এবং শ্রেষ্ঠ সমবায়ী হিসেবে মধ্যনগর ক্ষুদ্র ঋণদান সমিতির কোষাধ্যক্ষ মো. ইমরান মিয়াকে ক্রেস্ট প্রদান করা হয়।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

