শেরপুরের নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর কবীরের বদলি জনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বিকালে হিরন্ময়ি উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটোরিয়ামে উপজেলার মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসার আয়োজনে বিদায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোফাজ্জল হোসেন। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার মোঃ রিজুয়ান। বিশেষ অতিথি ছিলেন শেরপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ চান মিয়া এবং একাডেমিক সুপারভাইজার শাহ জামাল।
নয়াবিল উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আমিরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন তারাগঞ্জ ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা শামসুদ্দিন, হিরন্ময়ি স্কুল ও কলেজের অধ্যক্ষ আমিনুল হক, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি সুরুজ্জামান, মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি মাওলানা আব্দুস সামাদ, তারাগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক তৌহিদুল ইসলাম খোকন, মাওলানা হাসানুজ্জামান, আব্দুল মোমেন প্রমুখ।
বক্তারা বিদায়ী শিক্ষা কর্মকর্তার প্রায় ১২ বছরের কর্মময় সময়ের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণও উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ/শে.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

