দুমকী উপজেলার মুরাদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ফোরকানের দুর্নীতির প্রতিবাদ করায় উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মোঃ মুন্না জহিরের বিরুদ্ধে বিভিন্ন মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন মুন্না জহির। তিনি এ অপপ্রচারের তীব্র প্রতিবাদ জানিয়েছেন।
বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাত ৯টায় গণ অধিকার পরিষদের উপজেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ অভিযোগ করেন আহ্বায়ক মুন্না জহির।
তিনি বলেন, “বিগত ফ্যাসিস্ট সরকারের দোসর জাতীয় পার্টির মুরাদিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড সভাপতি মোঃ হাফিজুর রহমান ফোরকান বিভিন্ন ধরনের দুর্নীতি ও অনিয়ম করেছেন। তার এসব অনিয়ম ঢাকতে তিনি আমারসহ গণ অধিকার পরিষদের বিরুদ্ধে ভিত্তিহীন অপপ্রচার চালাচ্ছেন। ২০২৪ সালে তিনি একটি রাস্তার ইট তুলে নিজ বাড়িতে নিয়েছেন। আমি তার অনিয়মের প্রতিবাদ করায় সে আমার ওপর ক্ষিপ্ত হয়েছে। আমার বিরুদ্ধে অপপ্রচার তার ক্ষোভের বহিঃপ্রকাশ।”
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “আমার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হচ্ছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।”
এ বিষয়ে মুরাদিয়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ফোরকান বলেন, “মুন্না জহির বিভিন্ন সময় আমার কাছে অনৈতিক সুবিধা দাবি করছিলেন, যা আমি পূরণ করতে পারিনি। তাই তিনি ক্ষিপ্ত হয়ে তার লোকজনসহ আমার ওপর হামলা চালিয়েছেন।”
একুশে সংবাদ/প.প্র/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

