মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিদ্যুৎস্পৃষ্ট নিহত উপজেলার ৬নং আশিদ্রোন ইউনিয়নের ৯ নং ওয়ার্ড ছাত্রদলের সদস্য শামীম আহমেদ এর অসচ্ছল পরিবারের পাশে সহায়তার হাত বাড়িয়ে শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদল।
শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন এর নেতৃত্বে রবিবার (২০ জুলাই) সন্ধায় নিহত শামীমের মায়ের হাতে নগদ অর্থ তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, পৌর ছাত্রদলের সদস্য সচিব গোলাম সারোয়ার রিমন, আশিদ্রোন ইউনিয়ন ছাত্রদলের সভাপতি নাইম মিয়া, আশিদ্রোন ইউনিয়ন ছাত্র দলের সিনিয়র সহসভাপতি সৈয়দ মাহদি, আশিদ্রোন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক কামাল আহমেদ প্রমুখ।
প্রসঙ্গত, গত ১৬ জুন বিদ্যুতস্পৃষ্টে নিহত হন ছাত্রদলকর্মী শামিম আহমদ।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে