AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজবাড়ীতে শহীদদের স্মরণে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি



রাজবাড়ীতে শহীদদের স্মরণে বিএনপির বৃক্ষরোপণ কর্মসূচি

২০২৪ সালের জুলাই-আগস্ট মাসের গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে বিএনপির ঘোষিত ৩৬ দিনব্যাপী বিশেষ কর্মসূচির অংশ হিসেবে রাজবাড়ীর খানখানাপুরে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে বিএনপি।

রবিবার (২০ জুলাই) দুপুরে সদর উপজেলার খানখানাপুর সুরাজ মোহিনী ইনস্টিটিউট স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি ও রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মো. আসলাম মিয়া।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা কৃষকদলের আহ্বায়ক সিরাজুল আলম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আবুল কালাম আজাদ ও হারুনার রশিদ হারুন, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মো. মালেক খান, খানখানাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আহসান হাবিব শাহিন, সাধারণ সম্পাদক মো. আমজাদ হোসেনসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা।

এর আগে সকাল ১১টায় ঢাকার জিয়া উদ্যান থেকে কেন্দ্রীয়ভাবে কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

‘সবুজ পল্লবে স্মৃতি অম্লান প্রতিপাদ্য নিয়ে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে অ্যাড. আসলাম মিয়া বলেন, “গণঅভ্যুত্থানে শহীদদের স্মৃতি চিরজাগরুক রাখতেই আমাদের এই উদ্যোগ। পাশাপাশি সবুজায়নের মাধ্যমে পরিবেশ রক্ষায়ও এই কর্মসূচি অবদান রাখবে।”

তিনি আরও বলেন,“গত বছর এই সময়েই ফ্যাসিস্ট সরকারের পতনের সূচনা হয়েছিল। দেশের গণতন্ত্রকামী ছাত্রদের আত্মত্যাগ আমাদের মনে রাখতে হবে। শহীদদের প্রতি সম্মান জানিয়ে দেশের মাটিকে সবুজ করতেই বিএনপি এই বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যাচ্ছে।”

 

একুশে সংবাদ/রা.প্র/এ.জে

Link copied!