AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৫ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সুন্দরগঞ্জে তিস্তা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার



সুন্দরগঞ্জে তিস্তা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার বিকেলে উপজেলার হরিপুর ইউনিয়নের চরচরিতাবাড়ি গ্রামের তিস্তা নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে নদীতীরবর্তী এক ব্যক্তি পানিতে মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে জানান। পরে চেয়ারম্যান বিষয়টি থানা পুলিশকে জানালে, পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে।

পুলিশ জানায়, মৃত ব্যক্তির আনুমানিক বয়স ৬০ থেকে ৬৫ বছর। মরদেহে কোথাও কোনো আঘাতের চিহ্ন নেই। তার পরনে ছিল একটি ডোরাচেক গামছা, দাড়ি ও গোঁফ সাদা, ডান হাতে একটি তাবিজ বাঁধা ছিল।

সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হাকিম আজাদ জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নদী পারাপারের সময় ওই ব্যক্তি ডুবে মারা যান এবং পরে মরদেহটি স্রোতে ভেসে এসেছে। মরদেহটি থানায় এনে ময়নাতদন্তের জন্য প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

একুশে সংবাদ/গা.প্র/এ.জে

Link copied!