যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, বিশিষ্ট শিল্পপতি ও বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে চট্টগ্রামের চন্দনাইশে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২০ জুলাই) সকাল ১১টায় দোহাজারী পৌরসভা হলরুমে চন্দনাইশ প্রেস ক্লাবের উদ্যোগে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক যুগান্তরের উপজেলা প্রতিনিধি ও চন্দনাইশ প্রেস ক্লাবের সভাপতি আবিদুর রহমান বাবুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দোহাজারী পৌরসভা নির্বাহী কর্মকর্তা মো. সামছুদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন চন্দনাইশ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. নুরুল আলম, পৌরসভা সহকারী প্রকৌশলী নাঈম উদ্দীন, দোহাজারী প্রেস ক্লাবের সম্পাদক আজগর আলী সেলিম, সাংবাদিক ও ছড়াকার ছৈয়দ শিবলী ছাদেক কফিল, সাংবাদিক এম. ফয়েজুর রহমান, বিএনপি নেতা ফয়েজ উদ্দীন, সাংবাদিক জয়নাল আবেদীন ও ইয়াসিন ইসলাম হৃদয় প্রমুখ।
মিলাদ ও দোয়া মাহফিলে বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বাবুলের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মাওলানা মাহাবুবুল আলম।
একুশে সংবাদ/চ.প্র/এ.জে