জুলাই ২০২৪-এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে জামালপুরের সরিষাবাড়ীতে পালিত হলো “এক শহীদ, এক বৃক্ষ” কর্মসূচি। এ উপলক্ষে প্রত্যেক শহীদের কবরস্থানে রোপণ করা হয়েছে নিম, বকুল ও জামগাছের চারা।
রোববার সকালে এই কর্মসূচির আয়োজন করে জেলা প্রশাসন ও বন বিভাগ। আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ করেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোহছেন উদ্দিন।
জানা যায়, সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নের পঞ্চাশী গ্রামের শহীদ রাব্বি মিয়া ছিলেন একজন ছাত্র। একই ইউনিয়নের কুলপাড় গ্রামের শহীদ রবিউল ইসলাম ছিলেন গার্মেন্টস কর্মী এবং মহাদান ইউনিয়নের হিরন্যবাড়ী গ্রামের শহীদ মোকলেছুর রহমান ছিলেন পেশায় গাড়িচালক। তারা সবাই আন্দোলনের সময় শহীদ হন।
বৃক্ষরোপণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. হাবিবুর রহমান, ইসলামী ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার আবু সালেহ ইমরান, আওনা ইউপি চেয়ারম্যান মিনারা বেগমসহ রাজনৈতিক দলের নেতাকর্মী ও শহীদ পরিবারের সদস্যরা।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোহছেন উদ্দিন বলেন, “জুলাই আন্দোলনে শহীদদের স্মরণে সরকার এই কর্মসূচি হাতে নিয়েছে। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। ভবিষ্যতে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠনে এ ধরনের উদ্যোগ ভূমিকা রাখবে।”
এ সময় তিনি শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন এবং তাঁদের খোঁজখবর নেন।
একুশে সংবাদ/জা.প্র/এ.জে