চুয়াডাঙ্গার জীবননগর থানা পুলিশের রাতভর অভিযানে ওয়ার্ড আওয়ামী লীগের তিন নেতাকে আটক করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) দিবাগত রাতে বাঁকা ও হাসাদাহ ইউনিয়নে পৃথক অভিযানে তাদের আটক করে পুলিশ।
আটককৃতদের বিরুদ্ধে জীবননগর থানায় একাধিক রাজনৈতিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
আটক নেতারা হলেন— বাঁকা ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও প্রতাপপুর গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে মো. মিন্টু (৪৫), একই ওয়ার্ডের সহ-সভাপতি ও মৃত শহর আলী মণ্ডলের ছেলে আবু তালেব (৫৮),. হাসাদাহ ইউনিয়নের ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও মৃত বদর উদ্দিনের ছেলে শুকুর আলী (৫৪)।
জীবননগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃতদের বিরুদ্ধে পূর্বের রাজনৈতিক মামলা রয়েছে এবং তাদের থানায় রাখা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
একুশে সংবাদ/চু.প্র/এ.জে