চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে দুই ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার দুপুরে রায়পুর ইউনিয়নের বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন জীবননগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা।
প্রশাসন সূত্রে জানা গেছে, রায়পুর ইউনিয়নের একটি এলাকায় কোনো ধরনের সরকারি ইজারা ছাড়াই ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করছিল একটি চক্র। খবর পেয়ে অভিযান চালিয়ে কৃষ্ণপুর গ্রামের মাসুম বিল্লার ছেলে হাসানুজ্জামান (২১) এবং মোসলেম আলীর ছেলে হাবিবুর রহমানকে (৫০) হাতেনাতে আটক করা হয়।
ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০২৩ এর ৭ ধারায় দুইজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন ম্যাজিস্ট্রেট। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) সৈয়দজাদী মাহবুবা মঞ্জুর মৌনা বলেন, “বিল এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় আইন অনুযায়ী জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।”
একুশে সংবাদ/চু.প্র/এ.জে