AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে এনসিপি কর্মীদের ওপর হামলা তিনজন আহত



রূপগঞ্জে পূর্ব শত্রুতার জেরে এনসিপি কর্মীদের ওপর হামলা  তিনজন আহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কর্মীদের ওপর পূর্ব শত্রুতার জেরে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে অন্তত তিনজন কর্মী আহত হয়েছেন এবং একটি যাত্রীবাহী বাস ভাঙচুরসহ অর্থনৈতিক ক্ষতির শিকার হয়েছে এনসিপির নেতাকর্মীরা।

পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ জুলাই) বিকেলে এনসিপির রূপগঞ্জ উপজেলার নেতাকর্মীরা নারায়ণগঞ্জে আয়োজিত ‘জুলাই পদযাত্রা সভা’তে অংশগ্রহণ শেষে ফিরছিলেন। সভাস্থলে মোবাইল ফোন চুরির ঘটনায় চনপাড়া এলাকার এক অজ্ঞাত যুবককে আটক করে এনসিপি কর্মীরা। এর জের ধরে ফেরার পথে রূপসী এলাকায় ওতপেতে থাকা ওই যুবক ও তার নেতৃত্বাধীন ৩৫-৪০ জনের একটি সশস্ত্র দল হামলা চালায়।

হামলাকারীরা বাঁশের লাঠি, কাঠের ডাসা, লোহার রড, সুইচ গিয়ার ও ধারালো ছুরিসহ দেশীয় অস্ত্র নিয়ে বাসে থাকা এনসিপি কর্মীদের ওপর হামলা চালায়। এ সময় এনসিপির কর্মী শান্ত মিয়া (২০), শাওন মিয়া (১৯) ও সামিউর (২৫) গুরুতর আহত হন। হামলাকারীরা জাতীয় নাগরিক পার্টির কর্মীদের বহনকারী বাসের পাঁচটি জানালা ও দুটি সিট ভাঙচুর করে এবং প্রায় ২৫ হাজার টাকার ক্ষতিসাধন করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় এনসিপি কর্মীরা প্রাণ বাঁচাতে চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসে। তখন হামলাকারীরা প্রাণনাশের হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর এনসিপির রূপগঞ্জ উপজেলা শাখার কর্মী ইফতেখার ভূঁইয়া রিদ্বীন বাদী হয়ে অজ্ঞাত ৩৫-৪০ জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ তরিকুল ইসলাম বলেন, “ঘটনার বিষয়ে থানায় অভিযোগ পাওয়া গেছে। তদন্ত চলছে এবং হামলাকারীদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। সুষ্ঠু তদন্ত শেষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

 

একুশে সংবাদ/না.প্র/এ.জে

Link copied!