পঞ্চগড়ে অনুমোদন ছাড়াই গরুর তরল দুধ প্যাকেটজাত ও বাজারজাত করার দায়ে "পঞ্চগড় ডেইরি হাব" নামের একটি প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার (১৮ জুলাই) গভীর রাতে সদর উপজেলার হাফিজাবাদ ইউনিয়নের বালেয়াপাড়া এলাকায় সেনাবাহিনী ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথ অভিযানে এ জরিমানা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাহিদ হাসান। এসময় জেলা নিরাপদ খাদ্য কার্যালয়ের কর্মকর্তা জয়চন্দ্র রায়, পঞ্চগড় আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইনজামাম আলী প্রীমনসহ সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, প্রতিষ্ঠানটির বৈধ কাগজপত্র না থাকা, অপরিচ্ছন্ন পরিবেশ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া দুধ বাজারজাত করার প্রমাণ পাওয়া যায়।
জেলা নিরাপদ খাদ্য কার্যালয়ের পরিচালক জয়চন্দ্র রায় বলেন, “গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে নিয়মবহির্ভূত কার্যক্রমের প্রমাণ মেলায় তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করা হয় এবং সতর্ক করা হয়েছে।”
একুশে সংবাদ/প.প্র/এ.জে