মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের মনসুর এলাকা থেকে ওয়ারেন্টভুক্ত একাধিক মামলার আসামি খালেদকে (৩৬) গ্রেফতার করেছে পুলিশ। তিনি একই এলাকার আব্দুল মালিকের ছেলে।
শুক্রবার রাতে কুলাউড়া থানার এসআই ফরহাদ মাতুব্বর সঙ্গীয় এএসআই ইসহাক ও এএসআই তোফায়েলসহ কুলাউড়ার মনসুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওমর ফারুক জানান, গ্রেফতার হওয়া খালেদের বিরুদ্ধে কুলাউড়া থানায় ৭টি মামলা রয়েছে। এর মধ্যে ২টি মাদক মামলা, ১টি ডাকাতি প্রস্তুতি, ১টি দস্যুতা, ১টি চুরি এবং ১টি সংঘর্ষ ও ক্ষতিসাধনের মামলা। এছাড়াও তার নামে একটি সাধারণ ডায়েরিও রয়েছে। গ্রেফতারের পর আইনগত প্রক্রিয়া শেষে শনিবার তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
একুশে সংবাদ/মৌ.প্র/এ.জে