AB Bank
  • ঢাকা
  • রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৪ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রূপগঞ্জে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী চক্রের তিন সদস্য গ্রেফতার



রূপগঞ্জে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্রসহ মাদক ব্যবসায়ী চক্রের তিন সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদকদ্রব্য ও দেশীয় অস্ত্র সহ মাদক ব্যবসায়ী চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে যৌথ বাহিনী।শুক্রবার (১৮ জুলাই) রাত সাড়ে এগারোটার দিকে উপজেলার তারাবো এলাকায় যৌথ বাহিনীর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করে।

 এ সময় তাদের কাছ থেকে ১৩২৭ পিস ইয়াবা, তিনটি ট্যাটো, তিনটি চাপাতি, একটি ধারালো ছুরি ও একটি রামদা জব্দ করা হয়। তবে অভিযানের সময় চক্রের মূল হোতা নবী হোসেন পালিয়ে যেতে সক্ষম হয়।

আটককৃতরা হলেন -তারাবো এলকার নবী হোসেনর ছেলে মোঃ নাজমুল হোসেন (২৭),নেহাল হোসেন (২৫),মোঃ মনির হোসেনর ছেলের সিফাত মিয়া (২০), 

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম বলেন,

গতকাল রাতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে মাদকদ্রব্য দেশী অস্ত্রসহ মাদক ব্যবসায়ী চক্রের তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। চক্রের মূল হোতা নবী হোসেনকে গ্রেপ্তারে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।


একুশে সংবাদ/না.প্র/এ.জে

Link copied!