AB Bank
  • ঢাকা
  • বুধবার, ২৫ জুন, ২০২৫, ১১ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

তজুমদ্দিনে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় একজন গ্রেফতার



তজুমদ্দিনে সাংবাদিক লাঞ্ছনার ঘটনায় একজন গ্রেফতার

ভোলার তজুমদ্দিন উপজেলায় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে চলমান একটি স্লুইস গেট নির্মাণ প্রকল্পে অনিয়মের সংবাদ সংগ্রহ করতে গিয়ে সাংবাদিকদের উপর হামলার ঘটনায় এক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার সকালে উপজেলার স্লুইস গেট এলাকা থেকে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি আজগর (৪০) কে গ্রেফতার করা হয়। সে হাজারীগঞ্জ এলাকার মো. মোস্তফার ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে দৈনিক ইত্তেফাকের তজুমদ্দিন প্রতিনিধি রফিক সাদী এবং আজকের ভোলার প্রতিনিধি মো. ফারুক প্রকল্প এলাকায় তথ্য সংগ্রহে গেলে ঠিকাদারি প্রতিষ্ঠান গোলাম রাব্বানী কনস্ট্রাকশন-এর কয়েকজন কর্মকর্তা ও কর্মচারী মিলে তাদের ওপর হামলা চালায়। এ সময় ক্যামেরা ছিনিয়ে নেওয়ার পাশাপাশি দুজন সাংবাদিককে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়।

পরে আহত সাংবাদিক মো. ফারুক তজুমদ্দিন থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করে। অন্যান্য অভিযুক্তরা এখনো পলাতক।

এ বিষয়ে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মোহাব্বত খাঁন বলেন,“সাংবাদিক নির্যাতনের ঘটনায় একজনকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”

 


একুশে সংবাদ/ভো.প্র /এ.জে

Link copied!