উজিরপুর উপজেলার ঢাকা-বরিশাল মহাসড়কের সানুহার চায়না ক্যাম্পের সামনে পিকআপ ও কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে আহত তিনজন। আহতদের পরিচয় পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা যায় শনিবার (৮ মার্চ) সকাল সাতটা বিশ মিনিটে উজিরপুরের সানুহার চায়না ক্যাম্পের সামনে মহাসড়কের উপর বরিশাল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে আসা মাল বোঝাই পিকআপ ( রেজিঃ ঢাকা মেট্রো ন-১৬-৮৫৬৫) সাথে ঢাকা হতে বরিশালের উদ্দেশ্য ছেড়ে যাওয়া কাভার্ডভ্যান ( রেজিঃ ঢাকা মেট্রো -ট- ২২-৪০০৬) মুখোমুখি সংঘর্ষে পিকআপের ড্রাইভারসহ অজ্ঞাতনামা পিকআপে থাকা আরো ২ জন লোক মারাত্মকভাবে আহত হয় বলে জানা যায়।
স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে আহতদের উদ্ধার করে দ্রুত বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা জন্য প্রেরণ করা জয়েছে। ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও উজিরপুর থানা পুলিশ পরিদর্শন করেন। এ সময় প্রায় এক ঘন্টা যান চলাচল বন্ধ ছিল।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :