নওগাঁয় মান্দায় মৈনম ইউনিয়নের রামপুর মৌজায় অবস্থিত একটি বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) গভীর নলকূপের অপারেটর নিয়োগ স্থগিতের দাবিতে মানব বন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বিভিন্ন অনিয়ম, দূর্নীতি ও স্বেচ্ছাচারিতার কারণে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষসহ (বিএমডিএ) বিভিন্ন দপ্তরে একাধিক লিখিত অভিযোগ দায়ের করার পরেও কোন প্রতিকার না পাওয়ায় বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এতে প্রায় অর্ধশতাধিক কৃষক অংশগ্রহণ করেন। এসময় ভূক্তভোগী কৃষকদের পক্ষে নেতৃত্ব দেন আব্দুল বারী।
এসময় বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত আর্মি আবুল হোসেন, শাহিন আলম, আব্দুর রাজ্জাক, বাবু এবং ইয়াকুব আলী প্রমূখ।
এসময় বক্তারা বলেন, বিগত ৫ আগস্টের আগে গভীর নলকূপটি স্থানীয় কৃষকরা পরিচালনা করতো। অথচ, ৫ আগস্টের পরে উক্ত গভীর নলকূপটির সেচ কার্য পরিচালনা করার জন্য স্থানীয় কৃষকদের মতামতকে উপেক্ষা করে অবৈধভাবে একই গ্রামের ইলিয়াস, ভোদ, এমদাদুল, ময়না এবং পার্শ্ববর্তী নওগাঁ সদর উপজেলার আ’লীগের প্রভাবশালী নেতা সাইফুল দলীয় প্রভাব দেখিয়ে স্থানীয় প্রভাবশালী জয়নাল আবেদীনের স্ত্রী পাপিয়া খাতুনকে অপারেটরের দেয়ার দায়িত্ব দেওয়ার পায়তারা চালিয়ে যাচ্ছেন। এমতাবস্থায় কৃষকদের স্বার্থে সুষ্ঠ সমাধান চায় এলাকাবাসী।
বিষয়টি নিয়ে অত্র এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। যেকোন সময় বড় ধরণের সংঘাতের সম্ভাবনা রয়েছে বলেও জানান তারা। এমনকি প্রায় এক শতাধিক জমিতে বোরো চাষাবাদ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। এসব উপেক্ষা করে বরেন্দ্র কর্মকর্তার যোগসাজশে বৃহস্পতিবার সকালে তালাবদ্ধ গভীর নলকূপটির সেচ কায পরিচালনা শুরু করায় মিশ্র প্রতিক্রিয়া দিয়েছে।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :