AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পেঁয়াজের উৎপাদন বাড়াতে কৃষি কর্মকর্তারা বীজতলায়


পেঁয়াজের উৎপাদন বাড়াতে কৃষি কর্মকর্তারা বীজতলায়

পেয়াজের চাহিদা মেটাতে ব্যাপক পেয়াজ উৎপাদনের লক্ষ্যে কাজ করছে ধনবাড়ী উপজেলার  কৃষি অফিস। উৎপাদনে কাংখিত লক্ষ্যে পৌছাতে উন্নত প্রযুক্তির মাধ্যমে ভালো বীজে দিয়ে ইতিমধ্যে চারা উৎপাদন শুরু  করা হয়েছে।

টাংগাইলে ধনবাড়ী উপজেলাতে বীজতলা তৈরিতে কৃষকের পাশে থেকে যাবতীয় কার্যক্রম ও সহযোগীতা করছেন ধনবাড়ী উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুদুর রহমান ও উপসহকারী কৃষি কর্মকর্তারা। এতে করে পেঁয়াজ চাষে নতুন ভাবে ঝুকছেন ধনবাড়ী উপজেলার কৃষকরা। ফলে পেঁয়াজ চাষ হলে প্রচুর লাভবান হবেন ধনবাড়ী উপজেলার কৃষকরা বলে মনে করছেন স্থানীয় কৃষি অফিস।

ধনবাড়ী উপজেলায় এবছ ২৫ হেক্টর জমিতে  পিঁয়াজ চাষ হচ্ছে। ধনবাড়ী দানা বা বীজ উৎপাদনের জন্য মাঠে শুরু হয়েছে পেঁয়াজ রোপন। এ  ব্যাপারে চাষীদের নানা পরামর্শ দিতে ও পরিদর্শনে মাঠে গিয়েছিলেন ধনবাড়ী উপজেলার  কৃষি কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান। গতকাল  বেলা ১১টায়  ধনবাড়ী  উপজেলার মুশুদ্দি পশ্চিম পাড়া গ্রামের মাঠে দেখা যায় এমন চিত্র।

সরেজমিনে দেখা যায়, পেঁয়াজের পাশাপাশি পেঁয়াজ বীজ উৎপাদন করতে মাঠ প্রস্তুত করছে কৃষক। সেখানে পেয়াজ রোপন করছে চাষীরা। সকাল থেকে দলবেঁধে শ্রমিকরা মাটিতে সেই পেঁয়াজ রোপন করে। কালো সোনা নামে খ্যাত পেঁয়াজের বীজ, চারা উৎপাদন দেখতে ও নানা পরামর্শ দিতে মাঠে গিয়েছিলেন  কৃষি কর্মকর্তারা। মাটিতে পরিমাণ মত সার, ওষুধ প্রয়োগ করা, জৈব সার বেশি ব্যবহার করাসহ মাটির আদ্রতা অনুযায়ী সেচ দেবার পরামর্শ দেন তারা।

এসময় ধনবাড়ী উপজেলার কৃষি কর্মকর্তা মোঃ মাসুদুর রহমান ধনবাড়ী উপজেলা কৃষি উপ-সহকারী ফরিদ আহম্মেদ সহ অন্যান্য কৃষি কর্মকর্তারা, ধনবাড়ী মুশুদ্দি পশ্চিম পাড়ার সফল পেয়াজ বীজ চাষী আলী আল রাজি (মিনু)  এর পেঁয়াজ রোপন ও বিচ তলার ক্ষেত পরিদর্শন করেন। পাশাপাশি ওই মাঠে রোপন করা পেঁয়াজ ক্ষেত ঘুরে দেখেন তারা।

পেয়াজের বীজ ও চারা চাষী আলী আল রাজি মিনু  বলেন, ‘তিনি এবছর ১ বিগা জমিতে দানা পেঁয়াজ রোপন করছেন। ইতিমধ্যে তারা মাঠগুলাতে পেয়াজ রোপন শেষের দিকে।’

ধনবাড়ী উপজেলা কৃষি অফিসার মোঃ মাসুদুর রহমান  বলেন, ধনবাড়ী উপজেলার  মাটি ও আবহাওয়া পেঁয়াজ চাষের উপযোগী। তাই ব্যাপক পরিমাণ পেঁয়াজ বীজ উৎপাদন হয় এ উপজেলাতে।তাদের আধুনিক চাষ প্রণালী সম্পর্কে কৃষিবিভাগ  নানা পরামর্শ দিয়ে থাকে। ক্ষেত পরিদর্শন করে তাদের অবস্থা জানার চেষ্টা করে সার, ওষুধ, কীটনাশক ব্যবহার বিধিসহ কারিগরি সহযোগিতা দিয়ে থাকেন বলে তিনি জানান।

 

একুশে সংবাদ/বিএইচ


 

Link copied!