AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আজাহারীর তাফসিরুল কোরআন মাহফিলের প্রস্তুতি সম্পন্ন


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, চট্টগ্রাম
০৭:২৩ পিএম, ২৫ জানুয়ারি, ২০২৫
আজাহারীর তাফসিরুল কোরআন মাহফিলের প্রস্তুতি সম্পন্ন

মরহুম আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদীর স্মৃতি বিজড়িত ঐতিহাসিক প্যারেড ময়দানে দীর্ঘ দেড়যুগ পর চট্টগ্রামে আবারও শুরু হচ্ছে তাফসিরুল কোরআন মাহফিল। চট্টগ্রামের সুপ্রাচীন ইসলামী সমাজ কল্যাণ পরিষদের আয়োজনে ঐতিহাসিক প্যারেড ময়দানে আগামী ২৭ জানুয়ারি সোমবার থেকে ৩১ জানুয়ারী শুক্রবার পাঁচ দিনব্যাপী এই মাহফিল চলবে।

২৫ জানুয়ারি শনিবার দুপুর ২টায় নগরীর গনি বেকারিস্থ কাজেম আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের পাশে চিটাগং ডাইন রেস্তোরাঁর হলরুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পরিষদের সভাপতি অধ্যক্ষ মুহাম্মদ তাহের এ তথ্য জানান।

অধ্যক্ষ মুহাম্মদ তাহের বলেন, এবারের তাফসির মাহফিলের প্রস্তুতি কাজ শুরু হয়েছে আরো প্রায় এক সপ্তাহ আগে থেকে। তাফসির মাহফিল সুচারুরুপে আয়োজনে মাহফিল এন্তেজামিয়া কমিটি ও ১৯টি সাব-কমিটি দিনরাত নিরলস পরিশ্রম করে যাচ্ছে। আল্লাহ তায়ালার মেহেরবাণীতে প্রস্তুতির কাজ প্রায় শেষ পর্যায়ে। তাফসির মাহফিল উপলক্ষে নগরবাসীর পাশাপাশি বৃহত্তর চট্টগ্রামের মানুষদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হচ্ছে। আশা করছি মাহফিলে রেকর্ড সংখ্যক লক্ষ লক্ষ শ্রোতার সমাবেশ ঘটবে। আমরা অনুভব করছি সেই তুলনায় মাঠটি যথেষ্ট নয়। তাই আমরা সমাবেশের সংকুলান ও শুনার সুবিধার্থে যাবতীয় ব্যবস্থা গ্রহণ করেছি। যাতে আগ্রহী অধিকাংশ স্রোতা নির্বিঘ্নে মাহফিলের আলোচনা শুনতে পারে।

অধ্যক্ষ মুহাম্মদ তাহের আরো বলেন, একসময় মাহফিলের মূল আকর্ষণ হিসেবে থাকতেন দেলাওয়ার হোসাইন সাঈদী। তিনি প্রয়াত হওয়ায় এবারের আকর্ষণ হিসেবে বিবেচনা করা হচ্ছে মিজানুর রহমান আজহারীকে। মিজানুর রহমান আজহারী সাহেব প্রখর মেধাবী তরুন ইসলামী স্কলার, বাংলা ছাড়াও তিনি আরো বহু ভাষায় দায়ী হিসাবে মাহফিলে আলোচনা করে থাকেন। মূলতঃ মাহফিলের শেষদিন তিনি তাফসির করবেন। উনার বয়ান নিশ্চয় মানুষের ভালো লাগবে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন পরিষদের সহ-সভাপতি, বিশিষ্ট পরিবেশবীদ ও রাজনীতিবীদ মুহাম্মদ নজরুল ইসলাম, পরিষদের সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ আনোয়ার হোসেন, পরিষদের সহকারী সেক্রেটারি ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যক্ষ মাওলানা খাইরুল বাশার, তাফসিরুল কুরআন মাহফিল এন্তেজামিয়া কমিটির প্রচার বিভাগীয় দায়িত্বশীল সাংবাদিক মুহাম্মদ উল্লাহ, ইসলামী সমাজ কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক সেলিম উল্লাহ জামান প্রমুখ।

আয়োজকদের তথ্য অনুযায়ী, মাহফিলের প্রথম দিন বক্তব্য রাখবেন মাওলানা আবদুল্লাহ আল আমিন, দ্বিতীয় দিন মাওলানা কামরুল ইসলাম সাঈদ আনছারী, তৃতীয় দিন মুফতী আমির হামজা, চতুর্থ দিন মাওলানা কামালুদ্দীন জাফরী এবং পঞ্চম ও শেষ দিনে বক্তব্য রাখবেন ড. মিজানুর রহমান আজহারী। সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অন্তর্বর্তীকালীন সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন।

আয়োজকরা জানিয়েছেন, প্যারেড মাঠের মূল প্যান্ডেলে এবার মহিলা প্যান্ডেল থাকবে না। মূল প্যান্ডেলে থাকবে পুরুষ শ্রোতাদের বসার ব্যবস্থা, মেহমান ও সাংবাদিকদের বসার বিশেষ ব্যবস্থা, সেনিটেশন ব্যবস্থা, দর্শক-শ্রোতাদের মৌলিক প্রয়োজন ও চাহিদা পূরণের সহায়তায় প্রয়োজনীয় স্টল। স্বেচ্ছাসেবকগণ মাঠের নিয়ম শৃঙ্খলা সংরক্ষণের দায়িত্ব পালন করবেন। সাথে থাকবেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মহিলা প্যান্ডেল: মাহফিলের মহিলা শ্রোতাদের আসা যাওয়া বসা ও শুনার সহজ ব্যবস্থার উদ্দেশ্যে এবার মূল মাঠের দক্ষিণে মহসিন কলেজের মাঠ, কাজেম আলী হাই স্কুল ও গুলজার বেগম হাই স্কুলে এবং মূল মাঠের উত্তরে কিশলয় কমিউনিটি সেন্টার ও কাপাসগোলা কলেজে মহিলা প্যান্ডেল থাকবে। এই সব প্যান্ডেলে মহিলাদের বসার, শুনার ও প্রয়োজনীয় যথাসম্ভব সেনিটেশন ব্যবস্থা থাকবে। নিয়ম শৃঙ্খলার উদ্দেশ্যে মহিলা স্বেচ্ছাসেবকরা দায়িত্ব পালন করবেন। তাদের সহায়তায় থাকবেন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

মাহফিলের নির্ধারিত এলাকাঃ প্যারেড মাঠের চতুর্দিকে দক্ষিণে আন্দরকিল্লা শাহী জামে মসজিদ মোড় ও জামালখান থেকে চেরাগীপাহাড় মোড় পর্যন্ত, উত্তরে মেডিকেল কলেজ ও পাঁচলাইশ থানা মোড় পর্যন্ত। পূর্বে চকবাজার ধুনির পোল ও বাকলিয়া এক্সেস রোড় এর সুবিধাজনক অংশ পর্যন্ত এবং পশ্চিমে মেডিকেল কলেজ হোস্টেল পরবর্তী সি.জি.এস স্কুল মোড় পর্যন্ত। চারদিকের এ সব এলাকায় অবস্থিত মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও মার্কেটগুলোর সদয় সহযোগিতা চেয়ে চিঠি দেয়া হয়েছে। এ সব এলাকায় যে সব শ্রোতা সমবেত হবেন তাদের শুনার ব্যবস্থা থাকবে। শান্তি ও নিয়ম শৃঙ্খলা সংরক্ষণের জন্য পর্যাপ্ত স্বেচ্ছাসেবক ব্যবস্থা রাখা হয়েছ। তাদের সহযোগিতার জন্য থাকবেন আইন-শৃঙ্খলাবাহিনীর সদস্যরা।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!