AB Bank
ঢাকা বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫, ৮ মাঘ ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

লালমনিরহাটে স্বাস্থ্যকর শহর গ্রাম কর্মসূচি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা


Ekushey Sangbad
মোঃ জামাল বাদশা, লালমনিরহাট
০৬:৩২ পিএম, ২৬ ডিসেম্বর, ২০২৪
লালমনিরহাটে স্বাস্থ্যকর শহর গ্রাম কর্মসূচি উপলক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা

লালমনিরহাটে স্বাস্থ্যকর গ্রাম করি, শিশুদের ভবিষ্যৎ এগিয়ে রাখি এই প্রতিপাদ্যকে সামনে রেখে হেলদি ভিলেজ ইন আরবান প্রোগ্রাম ( স্বাস্থ্যকর শহর গ্রাম) কর্মসূচি উপলক্ষে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) লালমনিরহাট জেলা শহরে পুরাতন জেলা পরিষদ মিলায়তনে ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশ এবং ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ESDO)-এর যৌথ উদ্যোগে এবং কানাডা সরকারের আর্থিক সহায়তায় গ্র্যান্ড চ্যালেঞ্জ কানাডার (GCC) মাধ্যমে পরিচালিত "হেলদি ভিলেজ ইন আরবান প্রোগ্রাম (স্বাস্থ্যকর শহরে গ্রাম কর্মসূচী) লালমনিরহাট জেলার গ্রামীণ ও শহরতলির জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ২০২২ সাল থেকে কাজ করে আসছে। চার বছরব্যাপী (২০২২-২০২৬) এই প্রকল্পটি লালমনিরহাট সদর এবং আদিতমারী উপজেলায় মোট ছয়টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পের মাধ্যমে ১,৫৭,০০০ পরিবারের জন্য স্বাস্থ্যসেবা, পুষ্টি এবং নিরাপদ পানি ও স্যানিটেশনের সুযোগ বৃদ্ধি করে শিশুর খর্বকায় হ্রাসের লক্ষ্যে কাজ করে যাচ্ছে যার ফলে শিশুর খর্বকায় ৩০.৯০% থেকে ২৭.৮০% হ্রাস পেয়েছে।

শিশুদের পুষ্টি এবং মায়েদের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করা।  নিরাপদ পানি, স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি বিষয়ক সচেতনতা বৃদ্ধি। প্রতিবন্ধী শিশু ও পরিবারের জন্য স্বাস্থ্য ও পুষ্টিসেবার সুযোগ বৃদ্ধি। স্থানীয় উদ্যোক্তা এবং বাজার ব্যবস্থার উন্নয়ন। প্রাকৃতিক দুর্যোগ প্রভাব মোকাবেলায় লক্ষ্যভিত্তিক জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি হেলদি ভিলেজ ইন আরবান প্রকল্পের মূল লক্ষ্য ছিল।

ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, প্রজেক্ট ম্যানেজার মাসুদ রানা সঞ্চালনায়, উপস্থিত ছিলেন ম্যাক্স ফাউন্ডেশন বাংলাদেশের প্রজেক্ট ম্যানেজার ডা.মিঠুন গুপ্ত, ওয়াস ভ্যালুচে ইন স্পেশালিস্ট আমিনুল ইসলাম মৃধা, ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, নিউটিশন এন্ড ক্যাপাসিটি বিল্ডিং স্পেশালিস্ট ড. তোফায়েল মোহাম্মদ আলমগীর আজাদ, মিল স্পেশালিস্ট হাফিজুর রহমানসহ জেলায় সকল স্তরের প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/বিএইচ

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!