রাজবাড়ীর গোয়ালন্দে একই স্থানে বিএনপির দু’গ্রুপ সমাবেশের আয়োজন করেছে। এ নিয়ে নেতাকর্মীদের মাঝে উত্তেজনা দেখা দিয়েছে। আগামী ৫ জানুয়ারী গোয়ালন্দ শহীদ মহিউদ্দিন আনসার ক্লাব মাঠে পাল্টাপাল্টি এ সমাবেশের ডাক দিয়েছেন বিএনপির দু’টি গ্রুপ।
বুধবার (২৫ ডিসেম্বর) দুপুরে গোয়ালন্দ রেল স্টেশনে বিএনপির অস্থায়ী কার্যালয়ে সাংবাদিক সম্মেলনে বক্তৃতা করেন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশারফ আহমেদ, সিনিয়র সহ-সভাপতি মো. আইয়ুব আলী খান, গোয়ালন্দ পৌর বিএনপির সভাপতি আবুল কাশেম মন্ডল প্রমুখ। এসময় উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. আমজাদ হোসেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মজিবর রহমান মোল্লা, সাংগঠনিক সম্পাদক মো. সাইদুল ইসলাম সরদার, উপজেলা যুব দলের সদস্য সচিব সানোয়ার আহমেদ এবং পৌর যুব দলের সদস্য সচিব কামরুজ্জামান কামরুল, উপজেলা, পৌর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সহ উপজেলার বিভিন্ন এলাকার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাংবাদিক সম্মেলনে তারা বলেন, আগামী ৫ জানুয়ারী দুপুর ২টার গোয়ালন্দ আনসার ক্লাব মাঠে উপজেলা ও পৌর বিএনপির সমাবেশ অনুষ্ঠিত হবে। এ অনুষ্ঠানে রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও কেন্দ্রীয় কৃষকদলের সহ-সভাপতি এ্যাড. মো. আসলাম মিয়া, জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু সহ জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। গত ৫ আগস্টের পর থেকে কিছু লোক ভোল্ড পাল্টে দৌলতদিয়া ফেরি ঘাট, যৌনপল্লীসহ উপজেলার বিভিন্ন স্থানে বিএনপির নাম ভাঙ্গিয়ে চাঁদাবাজি সহ নানা অপকর্ম করছে। বিএনপির কোন পদে না থেকেও ওয়ার্ড কমিটি গঠনের নামে নেতাকর্মীদের বিভ্রান্ত সৃষ্টি করছে। এসকল কার্যক্রম পরিচালনা প্রতিহত করা হবে। এখন থেকে তাদের কোন কার্যক্রম পরিচালনা করতে দেওয়া হবে না।
গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু বলেন, আগামী ৫ জানুয়ারী গোয়ালন্দ আনসার ক্লাব মাঠে সমাবেশের আয়োজন করা হয়েছে। এ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। এ আয়োজনটি সফল করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।
রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এ্যাড. লিয়াকত আলী বাবু বলেন, গোয়ালন্দ উপজেলা ও পৌর বিএনপি সমাবেশের আয়োজন করেছে। ওই কর্মসূচিতে আমি নিজেও উপস্থিত থাকবো। তবে পাল্টা কর্মসূচির বিষয়ে আমার জানা নেই।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাকিবুল ইসলাম বলেন, মৌখিক ভাবে শুনেছি। লিখিত কোন চিঠি পাইনি। পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. নাহিদুর রহমান বলেন, বিএনপির দায়িত্বশীল কোন নেতা বিষয়টি অবগত করেননি। অবগত করলে আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :