বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহের নান্দাইল উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
এতে আলহাজ্ব কাজী শামসুদ্দিন আহমেদকে উপজেলা আমির ও মাওঃ নুরুল আমিনকে সেক্রেটারি নির্বাচিত করা হয়।
গত ১৯ ডিসেম্বর উপজেলার হেমগন্জ বাজার জামায়াতে ইসলামীর কার্যালয়ে উপজেলা শুরা বৈঠকে ২০২৫-২৬ সেশনের জন্য উপজেলা সেক্রেটারিসহ উপজেলা কর্মপরিষদ মনোনয়নের কাজ সম্পন্ন হয়েছে।
উপজেলা আমির কাজী শামসুদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আমির আঃ করিম।
বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ জেলা শাখার সহকারী সেক্রেটারি এডভোকেট মাহবুব রশিদ ফরাজী।
এর আগে গত ৪ নভেম্বর উপজেলা আমির হিসেবে নির্বাচিত হন আলহাজ্ব কাজী শামসুদ্দিন আহমেদ।
ঘোষিত কমিটির অন্যান্যদের মধ্যে সহকারী সেক্রেটারি মোঃ হাবিবুর রহমান, বায়তুল মাল মাওঃ মোঃ খায়রুর রহমান, ওলামা বিভাগ মাওঃ আঃ সালাম,সমাজ কল্যাণ প্রফেসর সাখাওয়াত হোসেন, মসজিদ মিশন বিভাগ মাও: আঃ বাতেন ফকির,কৃষি ও বন বিভাগ মোঃ মক্তুল হোসেন।
নান্দাইল উপজেলা শাখার নবগঠিত কমিটির সেক্রেটারি মাওলানা নুরুল আমিন কমিটি গঠনের বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :