গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমানের সভাপতিত্বে এবং সহকারী কমিশনার (ভূমি) মো. নাসিম রেজা এর সঞ্চালনায় ২৯ নভেম্বর শুক্রবার সকাল ১০:৩০ গলাচিপা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত এ সভায় জুলাই-আগষ্টে সংঘটিত গণ হত্যায় আহত/ নিহতের পরিবারকে ফুল দিয়ে বরণ করেন গলাচিপা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জহিরুন্নবী ও উপজেলা কৃষি কর্মকর্তা আরজু আক্তার।
শুরুতে পবিত্র কুরআন তেলোআত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া এ অনুষ্ঠানে জুলাই বিপ্লবে নিহত শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গণ অধিকার পরিষদের সভাপতি সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গলাচিপা থানার অফিসার ইনচার্জ মো. আসাদুর রহমান, উপজেলা বিএনপি`র সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. সোহরাব হোসাইন, উপজেলা জামায়াতের আমীর মাও ডা. মো. জাকির হোসাইন, বিভিন্ন ইউনিয়ন ইউপি. চেয়ারম্যান গণ, গলাচিপার প্রেস ক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পটুয়াখালী জেলার সমন্বক মো. রুবেল মাহমুদ।
এছাড়াও উপস্থিতি ছিলেন- গলাচিপা উপজেলার যে সকল জাতির সূর্য সন্তান জুলাই বিপ্লবে নিহত/ আহত হয়েছেন সেসকল শহীদ পরিবারের সদস্যবৃন্দ ও আহত সদস্যবৃন্দ সহ গলাচিপা উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিকসহ নানা শ্রেণি-পেশার মানুষ।
সভায় আহত/নিহত পরিবারের সদস্যরা আন্দোলনের সময় ও পরবর্তী সময়ে দেশের এবং তাদের বর্তমান অবস্থা তুলে ধরেন।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :