AB Bank
  • ঢাকা
  • বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৬ ফাল্গুন ১৪৩০

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

উল্লাপাড়ায় কৃষক পছন্দের ধান মাড়াই মেশিন


উল্লাপাড়ায় কৃষক পছন্দের ধান মাড়াই মেশিন

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কৃষকদের কাছে এখন পছন্দের হলো অটো ধান মাড়াই মেশিন। 

কৃষকেরা মাঠের জমির ধান কেটে মাঠেই এ মেশিনে ধান মাড়াই করে নিচ্ছেন। সলঙ্গা ইউনিয়নের গোজা মাঠে রোপা আমন ধান মাড়াই করতে দেখা গেছে। 

প্রতিবেদককে এর মালিক বনবাড়িয়া গ্রামের কামরুল হাসান বলেন- প্রায় সোয়া পাচ লাখ টাকা খরচ করে মেশিনটি বানিয়ে নিয়েছেন। এর পরিচিতি মোবাইল অটো ধান মাড়াই মেশিন। কৃষকদের চাহিদায় বাড়ীর উঠোন আঙ্গিনায় ও সরাসরি আবাদী মাঠে গিয়ে কাটা ধান মাড়াই করে দেন। এখন বিভিন্ন এলাকায় মেশিন নিয়ে রোপা আমন ধান মাড়াই করে দিচ্ছেন। এক বিঘা জমির ধান মাড়াই করে দিতে এক হাজার টাকা নিচ্ছেন। প্রতিদিন প্রায় আট বিঘা জমির ধান মাড়াই করে থাকেন। সব খরচ বাদে সাড়ে পাচ থেকে ছয় হাজার টাকা আয় হয় বলে জানান। 

কৃষক রাজু মিয়া আবাদী মাঠেই বিঘা দেড়েক জমির রোপা আমন ধান কাটার পর এ মেশিনে মাড়াই করে নিচ্ছেন। 


তিনি বলেন এ মেশিনে কম সময়ে ধান মাড়াইে ও খড় শুকাতে তাদের বেশ সুবিধা হয়েছে।

 

একুশে সংবাদ/বিএইচ

Link copied!