AB Bank
ঢাকা সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নান্দাইলে বাস- ইজিবাইক সংঘর্ষ,নিহত ২, আহত ২


নান্দাইলে বাস- ইজিবাইক সংঘর্ষ,নিহত ২, আহত ২

ময়মনসিংহের নান্দাইলে বাস ও ইজিবাইকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন।

শনিবার (৯ নভেম্বর) রাতে ময়মনসিংহ- কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌর সদরের মৎস্য খামারের পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নান্দাইল সদর ইউনিয়নের সাভার গ্রামের ইজিবাইকচালক রহমত উল্লাহ্ (৪৬), পৌরসভার ঝালুয়া মধ্যপাড়া গ্রামের আব্দুল জলিলের ছেলে হাবিব উল্লাহ্ (২২)।

আহতরা হলেন ইজিবাইকের যাত্রী আব্দুস সালাম (৬০) ও নেজাতুল ইসলাম (২৫)। আব্দুস সালামকে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে এবং নেজাতুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।

হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার রাত সাড়ে ৯টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পুরোনো বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে ঝালুয়ার দিকে যাচ্ছিল ইজিবাইক। মৎস্য খামারের পাশে আসতেই বিপরীতমুখী দ্রুতগতির বাস চাপা দেয় ইজিবাইকটিকে। এতে ইজিবাইক দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে ইজিবাইকের চালক রহমত উল্লাহ্ ও তিনজন যাত্রী গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে নান্দাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যান। অবস্থার অবনতি হলে আহতদের মমেক হাসপাতালে পাঠানোর পথে হাবিব উল্লাহ্ ও মমেক হাসপাতালে রহমত উল্লাহ্ মারা যান। নেজাতুল ইসলামের অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান মমেক হাসপাতালের চিকিৎসকেরা।

নান্দাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, বাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত ও দুজন আহত হয়েছেন। দুমড়ে-মুচড়ে যাওয়া ইজিবাইক উদ্ধার করা হলেও বাসচালক পালিয়ে গেছেন।
 

 

একুশে সংবাদ/এনএস

Link copied!