বাংলাদেশ হিন্দু,বৌদ্ধ,খ্রিষ্টান ঐক্য পরিষদ শ্রীপুর উপজেলা শাখার উদ্যোগে শনিবার বিকেলে ৮ দফা দাবি বাস্তবায়ন, জাতিসংঘের তত্ত্বাবধানে সাম্প্রদায়িক সহিংসতা তদন্ত, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রানা দাশগুপ্তসহ অন্য নেতাদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মাগুরার শ্রীপুরে গণসমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২ নভেম্বর)বিকেলে শ্রীপুর সরকারি কলেজের সম্মুখ থেকে ঐক্য পরিষদের শতশত নারী-পুরুষ এ বিক্ষোভ মিছিলে ও প্রতিবাদ সভায় অংশগ্রহন নিয়ে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে প্রতিবাদ সভায় মিলিত হয়।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ শ্রীপুর উপজেলা শাখার সভাপতি অপূর্ব মিত্রের সভাপতিত্বে এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শ্রীপুর উপজেলা শাখার সভাপতি মনোরঞ্জন সরকার, সাধারণ সম্পাদক রমেন্দ্রনাথ বিশ্বাস,সাংগঠনিক সম্পাদক শ্রীকান্ত মন্ডল,
হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান পরিষদ উপজেলা শাখার সহ সভাপতি রথীন্দ্রনাথ ভৌমিক, সাধারণ সম্পাদক নরেশ বিশ্বাস, যুগ্ম-সাধারণ সম্পাদক শ্যামাপ্রসাদ অধিকারী, দারিয়াপুর ইউনিয়ন পূজা পরিষদের সভাপতি জীবন কুমার মন্ডল, দ্বারিয়াপুর ইউনিয়ন ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক বিকাশ বাছাড় প্রমুখ।
হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান পরিষদ শ্রীপুর উপজেলা শাখার সভাপতি অপূর্ব মিত্র ধর্মীয় সংখ্যালঘুদের আট দফা বাস্তবায়নের দাবি জানিয়ে বলেন, জাতিসংঘের তত্ত্বাবধানে সাম্প্রদায়িক সহিংসতার তদন্ত, ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক আইনজীবী রানা দাশগুপ্তসহ বিভিন্ন নেতার বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :