AB Bank
ঢাকা সোমবার, ০৯ ডিসেম্বর, ২০২৪, ২৩ অগ্রহায়ণ ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

চট্টগ্রামে পর্যটন এক্সপ্রেস  সাথে চসিকের লরির সংঘর্ষ


চট্টগ্রামে পর্যটন এক্সপ্রেস  সাথে চসিকের লরির সংঘর্ষ

চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে আসা পর্যটন নগরী কক্সবাজার অভিমুখী পর্যটন এক্সপ্রেস ট্রেনটি (৮১৫-৮১৬) চান্দগাঁও আবাসিক এলাকার পিছনে পৌঁছলে গার্ডার বোঝাই লরি মোটরযানের সাথে ধাক্কা লাগে। এতে সংঘর্ষে ট্রেনটি লাইনচ্যুত না হলেও থেমে যায়।

শুক্রবার (১লা নভেম্বর) দুপুর ১টার দিকে নগরীর চান্দগাঁও এলাকায় সিটি কর্পোরেশনের ড্রেনের কাজে ব্যবহৃত গার্ডার বোঝাই লরির সাথে সংঘর্ষের এ ঘটনাটি ঘটে। এতে প্রায় ৩০ মিনিট চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে এই দুর্ঘটনায় কেউ হতাহত হয়নি। 

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি কক্সবাজারের উদ্দেশ্যে যাবার সময় চান্দগাঁও আবাসিকের বিপরীতে পৌঁছালে ট্রেন আসার আগেই লরিটি রেললাইনে উঠে যায়। 

এরপর ট্রেনের সাথে গার্ডার বোঝাই লরির ট্রাকের ধাক্কা লেগে ছিটকে পড়ে। ট্রেনটি হঠাৎ থেমে যায়। খবর পেয়ে রেলওয়ে স্টেশনের লোকজন এসে দুর্ঘটনাকবলিত লরিটি রেললাইন থেকে সরিয়ে নিলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। ট্রেনটি পুনরায় সচল হয়। এতে প্রায় ৩০ মিনিট ট্রেন চলাচল বন্ধ থাকে। 

এ প্রসঙ্গে চট্টগ্রাম রেলওয়ে থানার অফিসার ইনচার্জ  (ওসি) এস এম শহিদুল ইসলাম বলেন, ‘বড় কোন দুর্ঘটনা ঘটেনি। অসাবধানবশত চসিকের গার্ডার বোঝাই লরিটি রেললাইনে উঠে গেলে পর্যটক এক্সপ্রেস ট্রেনের সাথে ধাক্কা লাগে। ইঞ্জিনের কোন ক্ষতি হয়নি। পরে ট্রেনটি কক্সবাজারে চলে যায়।


একুশে সংবাদ/বিএইচ

Link copied!