‘অর্থের অভাবে বন্ধ হয়ে যাচ্ছে অন্তরার লেখাপড়া’ সংবাদ টি শুনার পরে অন্তরার পাশে দাঁড়িয়েছেন দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রফিকুল ইসলাম।মঙ্গলবার (২৯ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় অন্তরা ও তার পরিবারের হাতে চেক তুলে দেন ইউএনও রফিকুল ইসলাম।
অন্তরার বাবা রতন শীল বলেন, আমার মেয়ের জন্য সাহায্য নিয়ে কেউ পাশে দাঁড়ায়নি। তবে আমাদের ইউএনও (স্যার) আমার মেয়ের পড়াশোনার জন্য আজ আর্থিক অনুদানের চেক উপহার দিয়েছেন। এই ঋণ কোনো দিন শোধ করতে পারব না। তবে তার জন্য দোয়া করব।
ঘোড়াঘাট ইউএনও রফিকুল ইসলাম বলেন, সংবাদটি শুনার পর তখন আমি সিদ্ধান্ত নিলাম অর্থের অভাব অন্তরা র লেখা পড়া যেন বন্ধ হয়ে না যায়। তার পরিবারের পাশে দাঁড়াব। আমার পক্ষে যতটা সম্ভব হয়েছে আমি করেছি। অন্তরা যেন নির্বিঘ্নে লেখাপড়া করতে পারে এই কামনা করি।
উল্লেখ্য, আনুমানিক ১৫ বছর আগে অন্তরার বাবা নরসুন্দর রতন শীলের মানসিক সমস্যা দেখা দেয়। শুরু হয় জীবনের সঙ্গে যুদ্ধ। পরিবারের একমাত্র উপার্জনকারী ছিলেন তিনি। তার প্রতিদিনের রোজগার দিয়ে নিজের ওষুধ ও চার সদস্যের পরিবারের তিন বেলা খাবার জোগানোই কঠিন হয়ে যায়। তারপর চালাতে হয় অন্তরার লেখাপড়ার খরচ। উচ্চ মাধ্যমিক পাস করার পর তার পক্ষে নতুন করে মেয়ের খরচ চালানো কোনোভাবেই আর সম্ভব হয়ে উঠেছে না।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :