বরিশালের বানারীপাড়ায় নিখোঁজের একদিন পরে উপজেলার আউয়ার দারুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ইয়াসিনের (১৫) ভাসমান মরদেহ খাল থেকে উদ্ধার করেছে থানা পুলিশ। ইয়াসিন উপজেলার তালাপ্রসাদ গ্রামের মাওলানা সিরাজুল ইসলামের ছেলে।
শুক্রবার (১৮ অক্টোবর) বিকেল সাড়ে ৫টার দিকে স্থানীয়রা উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের আউয়ার বাজারের উত্তর পাশে কবির মোল্লার স্বমিল সংলগ্ন খালে একটি ভাসমান লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্বার করে মাদ্রাসা শিক্ষক ও শিক্ষার্থীদের মাধ্যমে ইয়াসিনের পরিচয় শনাক্ত করে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দুপুর থেকে আউয়ার দারুল উলুম মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র ইয়াসিন নিখোঁজ ছিল।
ইয়াসিন কোরআন শরীফের ২৪ পারা হেফজ সম্পন্ন করেছে। তার মৃত্যুতে পরিবারে বইছে শোকের মাতম। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বানারীপাড়া থানার ওসির দায়িত্বে থাকা ইন্সপেক্টর (তদন্ত) মোমিন উদ্দিন জানান,ইয়াসিনের মৃত্যুরহস্য উদঘাটনের জন্য মরদেহ ময়না তদন্তে বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :