গাইবান্ধা সদর উপজেলার কামারজানি বন্দরে দুইটি পাটের গুগামে অগ্নিকান্ডে অন্তত ৫০ লক্ষাধিক টাকার প্রায় ১৫ল মণ পাট পুড়ে ভস্মিভূত হয়েছে। গাইবান্ধা থেকে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট প্রায় ৩ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে।
গাইবান্ধা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নাসিম রেজা মিলু জানান, সকাল সাড়ে ৬ টার দিকে কামারজানি বন্দরের হাজি জহুরুল হকের আধাপাকা পাটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে গাইবান্ধা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট সেখানে গিয়ে আড়াই ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনে। এসময় প্রায় ১৫শ মণ পাট পুড়ে যায়।
গুদাম মালিক মালিক ও স্থানীয়রা জানান, পাটের গুদামে কোন বিদ্যুৎ লাইন ছিলো না। প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে পাটের গুদামের পাশে কে বা কাহারা সিগারেটের আগুন ফেলে রেখে যায়। সেখান থেকে আগুনের সুত্রপাত হতে পারে।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :