AB Bank
ঢাকা বুধবার, ০৬ নভেম্বর, ২০২৪, ২১ কার্তিক ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

আনোয়ারায় নজিরিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে ইউনির্ফম বিতরণ ও কুরআন পাঠদান অনুষ্ঠান সম্পন্ন


আনোয়ারায় নজিরিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের মাঝে ইউনির্ফম বিতরণ ও কুরআন পাঠদান অনুষ্ঠান সম্পন্ন

চট্টগ্রামের আনোয়ারা রায়পুর ইউনিয়নের পারকির চর সংলগ্ন উত্তর পরুয়াপাড়ায় স্বেচ্ছাসেবী সংগঠন নীডি ফাউন্ডেশনের প্রতিষ্ঠিত নজিরিয়া মাদ্রাসার কোমলমতি ছাত্র ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে ইউনিফর্ম বিতরণ করা হয়েছে। ১০ই অক্টোবর (বৃহস্পতিবার)  সকাল ১০টার সময় নজিরিয়া মাদ্রাসার নিজস্ব ভবনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

মাদ্রাসার কোমলমতি ছাত্র ছাত্রীদের মাঝে স্বতস্ফুর্তভাবে লেখাপড়ার করার লক্ষে এ মহতী উদ্যোগ গ্রহণ করা হয়। এতে ছাত্র ছাত্রীরা উৎসব মুখর পরিবেশে দিনটি পার করেছে। নীডি ফাউন্ডেশনের মহাসচিব মোঃ আজম কুতুবীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত ইউনিফর্ম বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজিরিয়া মাদরাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ আলম খাঁন। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের হিসাব নিয়ন্ত্রক মোহাম্মদ ফরিদুল আলম চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রকল্প পরিচালক হাফেজ মোঃ ইসহাক মেম্বার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মাওলানা মোস্তাফিজুর রহমান, শাহেদ খাঁন, মাওলানা তাওহীদুল ইসলাম ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ইউনিফর্ম বিতরণ শেষে চার জন শিক্ষার্থীকে পাঠদানের মাধ্যমে আল কুরআনের সবকদান উদ্বোধন করেন মাওলানা মোস্তাফিজুর রহমান। নীডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মো: আলম খাঁন বলেন, কোমলমতি বাচ্চাদের ইসলাম শিক্ষা প্রসারে এ প্রতিষ্ঠান আলো ছড়াবে। 

তিনি এলাকার অভিভাবক স্থানীয় সকলের পরামর্শ ও সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠান শেষে দেশ ও জাতির কল্যাণে দোয়া ও মোনাজাত করা হয়।

একুশে সংবাদ/ এস কে

Link copied!