শেরপুরের ঐতিহ্যবাহী স্বানামখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান শেরপুর সরকারি কলেজের প্রাণিবিদ্যা বিভাগের২১তম ব্যাচ ( সেশন ২০১৮-১৯ ) শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের বিদায় উপলক্ষে সংবর্ধনা ও ক্রেস্ট বিতরন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৷ ২৫ সেপ্টেম্বর ( বুধবার ) দুপুর ১২টায় প্রাণিবিদ্যা বিভাগের উদ্যোগে বিভাগটির কনফারেন্স কক্ষে সংবর্ধনা অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রাণিবিদ্যা বিভাগের বিভাগীয় প্রধান সাহানা আক্তারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন , শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রশিদ ,বিশেষ অতিথি হিসেবে কলেজের উপাধ্যক্ষ শাহ কামাল উদ্দিন ,বাংলা বিভাগের প্রধান মোঃ মোহতাসিম বিল্লাহ ও সহযোগী অধ্যাপক আঃ কাদির ,প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম,শামীমা রহমান ,শুভ্রা ,রাশেদসহ অন্যান্য শিক্ষক ,কর্মকর্তা ও কর্মচারীগণ ৷
এসময় তারা বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা ও পরামর্শমুলক বক্তব্য রাখেন ৷
বিদায়ী শিক্ষার্থী মেহেদী হাসানের সঞ্চালনায় অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন সাগর,তাম্ভীর,সুমাইয়া আলম ,মুরাদ,শাকিলসহ প্রমূখ ৷
অনুষ্ঠান প্রারাম্ভে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদায়ী শিক্ষার্থী মোঃ মুরাদ মিয়া ৷
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :