ময়মনসিংহের নান্দাইলে রুপক বৈষ্ণব (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।
বৃহস্পতিবার (১২সেপ্টম্বর) বিকাল ৫ টার দিকে নান্দাইল দেওয়ানগঞ্জ সড়কের নান্দাইল বাইপাস চারিআনিপাড়া একটি ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে নান্দাইল মডেল থানা পুলিশ।
সে হবিগঞ্জ জেলার বানিয়াচর উপজেলার মারকুরি গ্রামের মৃত সমরেন্দ্র বৈষ্ণবের পুত্র।
পুলিশ ও স্থানীয় বাসিন্দারা জানান, নান্দাইল পৌরসভার চারিআনি পাড়া একটি বাসায় ভাড়া থাকতো রুপক বৈষ্ণব। সেখান থেকে একটি কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন তিনি।
পুলিশ ও স্থানীয়রা জানান,বৃহস্পতিবার বিকালের দিকে রূপক বৈষ্ণের ঘরের দরজা বন্ধ পান স্থানীয়রা। পরে জানালার ফাঁক দিয়ে ঘরের আড়ার সঙ্গে রুপক বৈষ্ণবকে ফাঁসিতে ঝুঁলতে দেখে পুলিশকে খবর দেয়। পুলিশ দরজা ভেঙ্গে ফাঁসিতে ঝুঁলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করে।
নান্দাইল মডেল থানার ও পরিদর্শক (এসআই) মো. সুজন মিয়া বলেন,খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। হবিগঞ্জে তার পরিবারকে খবর দেওয়া হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
একুশে সংবাদ/এনএস
আপনার মতামত লিখুন :