ময়মনসিংহের নান্দাইলে উন্নয়নের জন্য যোগাযোগ দক্ষতা বৃদ্ধি শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা ওয়ার্ল্ড ভিশনের আয়োজনে বুধবার (১১ সেপ্টেম্বর)ওয়ার্ল্ড ভিশনের সভাকক্ষে দিনব্যাপী এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
নান্দাইলের ঘাসফুল শিশু ফোরাম ও নান্দাইল যুব ফোরামের ৩৫জন ছাত্র-ছাত্রী এই কর্মশালায় যোগদান করেন।
এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সাগর জন কস্তা অনুষ্ঠানে সভাপতিত্বে করেন। সিনিয়র প্রোগ্রাম অফিসার জনি এস গমেজ ও প্রোগ্রাম অফিসার আব্দুল্লাহ আল মামুন কর্মশালার সমন্বয় করেন।
কর্মশালার পৃথক পৃথকভাবে সেশন পরিচালনা করেন নান্দাইল প্রেসক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এনামুল হক বাবুল, প্রথম আলোর সাংবাদিক রমেশ কুমার পার্থ ও কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি আলম ফরাজী।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :