AB Bank
ঢাকা মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪, ৩০ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সাদুল্লাপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন


প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে সাদুল্লাপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন

ব্যাপক দূর্নীতি ও অনিয়মের অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বুজরুক জামালপুর উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পদত্যাগের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচী পালন করেছে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।

রবিবার (০৮ সেপ্টেম্বর) উপজেলার ভাতগ্রাম ইউনিয়নের বুজরুক জামালপুর বিদ্যালয়  মাঠে এ কর্মসূচী পালিত হয়। শিক্ষার্থীদের ডাকে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারী ও এলাকাবাসী কর্মসূচীতে অংশ নেয়। শিক্ষার্থীদের দাবি ২০১৮ সালে প্রধান শিক্ষকের মৃত্যুর পর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব গ্রহণ করেন ওই বিদ্যালয়ের মৌলভী শিক্ষক শহিদুল ইসলাম।তিনি  দায়িত্ব গ্রহণের পর তৎকালীন সংসদ সদস্য উম্মে কুলসুম স্মৃতির কথিত ভগ্নিপতি ইকবাল কবির অপু কে সভাপতি মনোনিত করে নানা অনিয়ম ও নিয়োগ বানিজ্যে মেতে ওঠেন। 

 শিক্ষার্থী, অভিভাবক এবং এলাকাবাসী বিদ্যালয়টি সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের নিকট বারবার অনুরোধ করেও কোন ফল পায়নি। এমনকি তাদের অনিয়মের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করলে তাদেরকে আওয়ামীলীগের প্রভাব খাটিয়ে নানাভাবে হয়রানি করা হতো বলে জানা গেছে। বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষার্থীদের দাবি অভিযুক্ত ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে অনতিবিলম্বে দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে একজন যোগ্য প্রধান শিক্ষক নিয়োগ দেওয়া।

এ বিষয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের সাথে যোগাযোগ করলে তিনি ক্যামেরার সামনে কথা বলতে অসম্মতি প্রকাশ করলেও অনিয়মের বিষয় কিছুটা স্বীকার করেন। তিনি আরো জানান, সকল অনিয়ম ও দূর্নীতির মুল হোতা ছিলেন সাবেক সভাপতি।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, এ বিষয়ে এখনো কোন লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

একুশে সংবাদ/বিএইচ


 

Link copied!