AB Bank
ঢাকা বুধবার, ০৯ অক্টোবর, ২০২৪, ২৪ আশ্বিন ১৪৩১

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad
ekusheysangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বণ্যার্তদের মাঝে এনআরবি ইসলামিক লাইফের ত্রাণ বিতরণ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি, নোয়াখালী
০৭:১১ পিএম, ৮ সেপ্টেম্বর, ২০২৪
বণ্যার্তদের মাঝে এনআরবি ইসলামিক লাইফের ত্রাণ বিতরণ

এনআরবি ইসলামিক লাইফ ইন্স্যুরেন্স নোয়াখালী, ফেনী ও কুমিল্লায় স্মরনকালের সাম্প্রতিক ভয়াবহ বন্যায় পানিবন্দিদের মাঝে ব্যাপক ত্রান কার্যক্রম পরিচালনা করেছে। জেলাগুলোর প্রত্যন্ত এলাকায় সড়ক যোগাযোগ বিপর্যস্ত হওয়া সত্তেও বিশেষ ব্যবস্থায় পানিবন্দিদের কাছে ত্রান সামগ্রী পৌছে দিয়েছেন বীমা কোম্পানিটির কর্মীরা। 

বণ্যার্ত এলাকায় বিশেষ করে নোয়াখালীর বিভিন্ন উপজেলার গ্রামগুলো এখনো পানির নিচে। বড় নদী না থাকায় পানি দ্রুত নামতে পাড়ছে না। এখনো যান চলাচলের উপযোগি নয়। এ ধরনের এলাকায় কোম্পানির একদল সাহসী ও উদ্যোমী বীমা কর্মকর্তা নিজ নিজ টীমের সদস্যদের নিয়ে ত্রাণ সামগ্রী মাথায় করে হাটু থেকে কোমর পানি ভেঙ্গে বণ্যার্তদের বাড়ি বাড়ি পৌছে দেন। 

কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ব্যবস্থ্পানা পরিচালক মোঃ শাহ্ জামাল হাওলাদার ত্রান কার্যক্রম মনিটর করেন। তিনি জানান এই মানবিক কর্মকান্ডে তার কোম্পানির নারী পুরুষ নির্বিশেষে সকল স্তরের কর্মকর্তা কর্মচারি আন্তরিকতার সাথে কাজ করেছেন। 

তিনি আরও জানান, এনআরবি ইসলামিক লাইফ দেশের যেকোন প্রয়োজনে জনগনের পাশে আছে এবং থাকবে।

 


একুশে সংবাদ/ এস কে



 

Link copied!