সুনামগঞ্জের মধ্যনগর উপজেলা সদরে বাংলাদেশ জামায়েত ইসলামের উপজেলা কমিটির উদ্যোগে নেতৃবৃন্দের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
৬ই সেপ্টেম্বর শুক্রবার সকাল সাড়ে ১১ টায় মধ্যনগর সদর মাদ্রাসা জামে মসজিদে উপজেলা জামায়েত নেতা মুজিবুর রহমান সাগর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে সভার কাজ শুরু হয়। মোঃ শাহ কবির আহমেদ এর সঞ্চালনায় বক্তব্য রাখেন,বাংলাদেশ জামায়েত ইসলামের সুনামগঞ্জ জেলা কমিটির প্রকাশনা সম্পাদক প্রিন্সিপাল কবির আহমদ,খাগড়াছড়ি পানছিড়িং উপজেলা শ্রমিক কল্যাণ পরিষদের সহ সভাপতি হেলাল উদ্দীন,মধ্যনগর উপজেলা সদর ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহবুব আলম প্রমুখ।
বক্তারা সাধারন সভায় বাংলাদেশ জামায়েত ইসলামের সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দ ও মধ্যনগর উপজেলার নেতৃবৃন্দ, দিকনির্দেশনা মুলক গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেন। এছাড়াও বাংলাদেশর বর্তমান পরিস্থিতিতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী সকল কর্মসূচিতে সচেষ্ট থাকতে হবে এবং জনকল্যাণমুখী ভূমিকায় এগিয়ে যাওয়ার নির্দেশ প্রদান করেন। এছাড়া সুনামগঞ্জ জেলা নেতৃবৃন্দরা সকল কর্মসূচির সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। পরিশেষে সভায় ১০ জন কর্মী বাংলাদেশ জামায়েতের মধ্যনগর শাখায় সাধারণ সহযোগী হিসেবে সদস্য পদে যোগদান করেন।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :