যুবদলের উদ্দ্যোগে শুক্রবার ১৬ আগস্ট গৌরীপুর পৌর শহরে কালিপুর বাজার অস্থায়ী কার্যালয়ে বিকাল ৪ টায় অসুস্থ খালেদা জিয়ার সুস্হতা কামনা, শহীদ জিয়ার আত্বার মাগফেরাত কামনায় ও বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত ছাত্র জনতার আত্বার মাগফেরাত কামনায় ও আহতদের সুস্হতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে।
ময়মনসিংহ উত্তর জেলা যুবদলের সভাপতি শামছুল হক ভিপি শামছুর সভাপতিত্বে ও সিঃ যুগ্ম সাধারন সম্পাদক সৈয়দ তৌফিকুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন সহ সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, আনোয়ারুল ইসলাম কামাল, মনিরুজ্জামান জুয়েল,যুগ্ম সাধারন সম্পাদক ইলিয়াস উদ্দিন মৃধা,সহ সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, পল্লী বিষয়ক সম্পাদক আবুল খায়ের, শিল্প সম্পাদক মোজাম্মেল হক রাছেল,বন ও পরিবেশ সম্পাদক বদরুল,সাবেক ছাত্রদল নেতা বাশার আকন্দ,রাইসুল ইসলাম রিশাদ, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম তাং,সাবেক কৃষকদলের আহ্বায়ক এস এম আলী আহম্মদ প্রমুখ।
অপরদিকে কৃষকদল বাসস্ট্যন্ড সংলগ্ন মাদ্রাসায় মিলাদ ও দোয়ার আয়োজন করে। শুক্রবার ১৬ আগস্ট বিকাল ৩ টায় গৌরীপুর উপজেলা কৃষকদলের আহ্বায়ক সাইফুল ইসলাম মিলনের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারন সম্পাদক কাজী এনামুল হক, পৌর কৃষকদলের সাধারন গোলাম কাজীয়েল হাজাত মুন্সী, সাংগঠনিক সম্পাদক ইকবাল হাসান ভুইয়া, জেলা বিএনপি সদস্য এডভোকেট আব্দুস সোবহান সুলতান, হাবিবুল ইসলাম খান শহীদ, বিএনপি নেতা এডভোকেট আবুল খায়ের, মনির উদ্দিন বোকাইনগরী, মজিবুর রহমান, সাবেক ছাত্রদল নেতা সাকিব মুন্সী প্রমুখ।
একুশে সংবাদ/বিএইচ
আপনার মতামত লিখুন :